ভবিষ্যত কাল
শিক্ষক : ‘আমি একজন মানুষকে খুন করেছি’- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো ।
ছাত্র : ‘আপনি শীঘ্রই জেলে যাবেন ` ।
পয়সা থেকে টাকা
ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব ।
বাবা : কীভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে ।
মুমুর্ষু ব্যক্তি এবং সম্পদ
আইনের অধ্যাপক উইল বা ইচ্ছাপত্র সর্ম্পকে বিরাট লেকচার দিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এবার বলো তো উইলের ব্যাপারে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি কি?
চট করে পেছন থেকে এক ছাত্র বললো একজন মুমুর্ষু ব্যক্তি এবং তার ধন সম্পদ স্যার।