বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কখনো কখনো এই বৃষ্টি অঝর ধারায় ঝরে সারাদিন।
দেখতে দেখতে চলে এলো সেই বৃষ্টির দিন। ঋতুবদলের পালায় আষাঢ় মাসের মধ্য দিয়ে চলে এসেছে বর্ষা ঋতু। আম, জাম, কাঠাল, লিচু পেয়ারা এই ঋতুরই ফল।
বৈশাখের তীব্র গরম শেষে আকাশে মেঘের গুড়গুড় শব্দ জানিয়ে দিচ্ছে বর্ষার আগমনের সংবাদ। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বৈশাখের তাপদাহে মানুষজন, পশুপাখি, গাছপালা যখন হাপিয়ে ওঠে তখন বর্ষাই সবাইকে সতেজ করে তোলে।
টাপুর টুপুর বৃষ্টির পানিতে ভরে ওঠে খাল-বিল, নদী-নালা। আর ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের ডাক তো রয়েছেই। এই সময়েই ব্যাঙ নরম মাটি খুঁড়ে গোলাকার গর্ত করে অসংখ্য সাদা ডিম পাড়ে। ডিমগুলো একত্রে দলা বেঁধে থাকে।
বৃষ্টির অবিরাম বর্ষনে কখনো কখনো দেখা দেয় বন্যা। ডুবে যায় ফসলের মাঠ।
এভাবেই একদিন আষাঢ়-শ্রাবণের দিন শেষ হয়ে আসবে শরৎকাল। তবে তার আগেই তোমাদের সবাইকে বর্ষার আগমনী শুভেচ্ছা।