মা তুই আর কতই করবি ধন্য
বঙ্গের নাম উজ্জ্বল আজ রবীন্দ্রনাথের জন্য।
রবীন্দ্রনাথ রবির মতই ছিল না যে কোনো কালে
প্রয়ানের পরও দশক দশক শ্রদ্ধার ছায়াতলে।
পাষ- ইংরেজদের দেখিয়া নরকের কা-
পায়েতে দলিয়া ছিলেন ছুড়ে খেতাব,
কি আসে তাতে যাক হয়ে খ্যাতি প-।
বিদ্যালয়ের যাতাকলে বইতে বসেনি মন,
স্বশিক্ষা আর বিশ্বদুয়ারে বিদ্যার অর্জন।
গেয়ে সাম্যের গান
আকাশে বাতাসে ধ্বনিত যে
আজ সেই ভানুসিংহের নাম।
এসেছিল খ্যাতি তারও জীবনে,
লিখিয়া গীতাঞ্জলী।
পাইলেন কালের সেই
নোবেল যাহাকে অভূতপূর্ব বলি।