ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আন্ত:স্কুল কুইজ প্রতিযোগিতা মঙ্গলবার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১১
আন্ত:স্কুল কুইজ প্রতিযোগিতা মঙ্গলবার

মঙ্গলবার শুরু হচ্ছে আন্ত:স্কুল কুইজ প্রতিযোগিতা-২০১১। প্রতিবারের মতো এবারও এই প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ শিশু একাডেমি।

প্রতিযোগিতায় ঢাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেবে।

শিশু একাডেমির প্রধান গ্রন্থাগারিক রেজিনা আক্তার জানান, মঙ্গলবার বিকেল ৫টা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীরা ছাড়াও যে কোন শিশু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

দুইটি বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিবে। এগুলো হল: বিভাগ-ক (৫ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত), বিভাগ-খ (৮ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত)

প্রতিযোগিতায় বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব, তথ্যপ্রযুক্তি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রত্যেক বিভাগে ৩ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।

আন্ত:স্কুল কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত তথ্য জানতে ফোন করুন ০১৭১৭০৮৩৪০৪ নম্বরে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।