ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের একুশে | মো. মোসাদ্দেক হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আমাদের একুশে | মো. মোসাদ্দেক হোসেন

একুশ বাংলা মায়ের
গর্বগাঁথা স্মৃ‌তি
একুশ মানে কণ্ঠস্বরে
সোনায় লেখা কৃ‌তী।
কৃষ্ণচূড়ার পাঁপ‌ড়ি মেলে
রক্তে মেশা দাগ
প্রভাতফে‌রির মি‌ছিল যেন
‌স্লোগান আর ডাক।


শহীদ ভাইয়ের স্মৃ‌তি গানে
অমর ক‌বিতাতে
আলোর মশাল মাতৃভাষায়
‌প্ল্যাকার্ড হাতে।
মাতৃভাষা বাংলা চাই
এক‌টি কণ্ঠস্বর
রক্তঝরা কাব্য কথায়
একুশ মনের জোর।
‌বিশ্ব জানে মাতৃভাষার
র‌ক্তরাঙা পথ
একুশ নামে মোদের
কথামালার স্রোত।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।