ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তুমি জানো, আমি জানি | রহীম শাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
তুমি জানো, আমি জানি | রহীম শাহ

বসন্ত শেষে ঘুম থেকে উঠে লেবুরঙা এই ভোরে
বৈশাখ তুমি পাখিদের সাথে এলে কি আমার দোরে!
তোমাকে জানাই স্বাগতম আজ
তোমার পরনে রৌদ্রের সাজ
তোমার পালকে আলোকিত আজ আমার উঠোনখানি
আজকের দিন কেমন যে হবে তুমি জানো, আমি জানি।

বৈশাখ তুমি আবার এসেছ একটি বছর পর
আমি জানি ঠিক তোমার পকেটে লুকিয়ে রেখেছ ঝড়;
যেন তা না হয় দত্যির মতো
মিষ্টি মিষ্টি হোক অবিরত
এই ঝড় দিয়ে মুছে ফেল যত মানুষের হানাহানি
স্বপ্নরঙিন হবে আজ দিন তুমি জানো, আমি জানি।

 

কখনও-বা তুমি আগুন-মুর্তি, কখনও শীতল থাক
এত রূপ তুমি তোমার শরীরে কীভাবে জমিয়ে রাখ?
বাজুক তোমার সুরের সানাই
প্রাণটা জুড়াক কানাই-কানাই
তুমি এলে তাই ভুলে যেতে চাই পুরোনো দিনের গ্লানি
এ বছর হবে আলোকিত খুব তুমি জানো, আমি জানি।

তুমি কি পাহাড়, সাগর, নদী ও বনানির মহারাজ
আমি যে দেখেছি তোমার মাথায় বারো সূর্যের তাজ;
শোনো বৈশাখ তোমার কাছে
আমার একটা মিনতি আছে
তুমি আসলেই যে আকাশ নাচে, সে হোক তোমার রানি
সামনের দিন শঙ্কাবিহীন তুমি জানো, আমি জানি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।