লিচুর রঙে
লিচুর রঙে লিচুর রসে
লিচু রূপে ভরপুর
থোকায় থোকায় লিচু যেথা
নামটি যে তার দিনাজপুর।
উঠানেতে লিচু গাছ
বাগান ভরা লিচু
চোখ খুললেই সিঁদুর রঙে
দৃষ্টিটা নেয় পিছু।
মান্দ্রাজি বেদেনা
বম্বাই-চায়না থ্রি
হরেক নামের লিচু খেতে
লিচুর দেশে ঘুরি।
রাতের বেলা বাগিনিরা
বাদুড় তাড়ায় বেশ
নানারকম মিষ্টি স্বাদ
রূপের নাইকো শেষ।
শহরতলীর লিচুপল্লী
নামটি মাসিমপুর
বেদনা লিচুর মন মাতানোয়
লিচু ভরপুর।
জেলা জুড়ে লিচুর বাগান
লিচুর রাজ্যভূমি
না দেখলেই বুঝবে নাকো
এমন রাজ্য তুমি।
কালিতলায় লিচুর হাট
চলে জমজমাট
কোনটা ছেড়ে কোনটা নেবে
পড়বে বিভ্রাট।
ট্রাকে ট্রাকে টুকরি ভরা
ছুটছে লিচুর গাড়ি
দেখে যেনো হবে মনে
লিচুর ছড়াছড়ি।
লিচু নিয়েই লিচুর দেশ
লিচুতে ভরপুর
রূপে রঙে উঠতে মেতে
ঘুরতে দিনাজপুর।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসএনএস