ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জ্বলে নেভে জোনাকি

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
জ্বলে নেভে জোনাকি

ইচ্ছেঘুড়ির বন্ধুরা, তোমরা নিশ্চয় জোনাকি পোকা দেখেছো। তোমাদের যদি এখন এই পোকাটি নিয়ে একটি ছড়া লিখতে বলা হয় তাহলে কী লিখবে? তোমরা কী লিখবে তা জানি না।

তবে আমি কী লিখবো জানো? আমি লিখবো ‘নিবছে ও জ্বলছে/জোনাকি সে পোকা রে/এইটুকু পেটে তার/আলো থোকা থোকা রে/মিশকালো আঁধারে সে/আলো ফুল ফুলকি/এই জ্বলে এই নেভে/চাল চালে দুলকি। ’

তোমরা নিশ্চয় জানো জোনাকি পোকা থাকে গভীর জঙ্গলে কিংবা বাড়ির আশপাশের ফুল বাগানে। গভীর জঙ্গলে পোকামাকড় ছাড়াও থাকে নানান ধরনের জীবজন্তু। এছাড়াও কী থাকে জানো? থাকে ভয়ংকর সব ভূত। তোমরা কি ভূতকে ভয় পাও? নিশ্চয় পাও না। কিন্তু আমি ভূতকে ভয় পাই কিনা তা যদি কেউ জানতে চায় তাহলে আমি কী বলি জানো? সে কথাই বলি তবে ছড়ায় ছড়ায় ‘ছু মন্তর ছু/দিচ্ছি দিয়ে ফুঁ/ফুঁ-এর মানে চিচিং ফাঁক/আপদ বালাই তফাত যাক/ভূতের নাতি ভূতের পোনা/হাঁউ মাঁউ খাঁউ কন্ঠ খোনা/শ্যাওড়া ঝোপে ভূতের বাড়ি/পুঁচকে পাজি কেউ বা ধাড়ি/ভূত আসলে নাই রে নাই/তারপরেও ভয় ক্যান রে পাই/মিথ্যে করি বড়াই রে/কিন্তু ওদের ডরাই রে। ’

আমি আরেকটি জিনিসের খুব ভয় পাই। তা হলো ঢাকার যানজট। ঢাকার রাস্তায় বের হওয়ার কথা মনে হলেই আমার বলতে ইচ্ছে করে ‘ঢাকা আর ঢাকা নাই/মুখ গুঁজে থাকা তাই/কোন গলি ফাঁকা পাই/ঝাঁকুনি দে ঝাঁকা ভাই/ঢাকা আছে ঢাকাতে/যানজটে চাকাতে/দরেদামে হাঁকাতে/গিজগিজ থাকাতে/ইতিউতি তাকাতে/সোজা পথে বাঁকাতে। ’

পথের ধারে কতো গাছই তো থাকে। এর মধ্যে ফুল গাছ অন্যতম। পথের ধারে কিংবা বাগানে লাগানো ফুল গাছের কথা মনে হতেই আমার বলতে ইচ্ছে করে ‘শিউলি বকুল হাসনু হেনা/দোলনচাঁপা গন্ধরাজ/কতক ফোটে যখন সাঁঝ/কারও কারও গন্ধ আছে/কেউ বাহারি দেখতে খুব/ফুলের গাঙে ঢেউয়ের দোলা/সারাজীবন দাও না ডুব। ’

বন্ধুরা, ছড়াগুলো পড়তে পড়তে তোমরাও কি ডুব দিলে ছড়ার রাজ্যে? তাই তো মনে হচ্ছে। এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে বইয়ের রাজ্যের মধ্যে কোন বইটিতে এ ছড়াগুলো আছে। যে বইটি থেকে পুরো ছড়াটিই পড়ে নেয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, সে বইটির নাম জ্বলে নেভে জোনাকি।

তোমাদের জন্য বইটি লিখেছেন লেখক বন্ধু হাসান হাফিজ। লেখক মজার মজার ৩৪টি ছড়া দিয়ে সাজিয়েছেন এ বইটি। আর ছড়াগুলোর সঙ্গে মিলতাল করে ছবি এবং ৪ রঙা প্রচ্ছদ এঁকেছেন আঁকিয়ে বন্ধু রকিবুল হক রকি। বইটি প্রকাশ করেছে ঢাকার তেপখানা রোডের সিঁড়ি প্রকাশন। অমর একুশে গ্রন্থমেলা ২০১১ সালে প্রকাশিত ৪০ পৃষ্ঠার এ বইটির মূল্য ১০০ (একশত) টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।