ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বেড়াল ও বগি | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জুন ৩, ২০১৬
বেড়াল ও বগি | বিএম বরকতউল্লাহ্

ও বগি তোর কয়টি ছেলে মেয়ে
একটু দেখি কেমন গায়ের রং
ওরা এখন অনেকখানি ছোটো
বাসার তারা করছে নানা ঢং।

মাছ খাবে না ব্যাঙ খাবে
বল না তাদের ডেকে
খেয়ে দেয়ে ঘুম দিয়েছে
সেই যে সকাল থেকে।

একটুখানি ধর না তুলে
দেখুক সারা বন
কেমনে তুলে ধরি বলো
ওজন কয়েক মন!

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।