বন্ধু ক’জন
বন্ধু ছিল ক’জন আমার একটা গেল ভাঙায়
নদীর পাড়ে আপন মনে উদাস করা গান গায়
একটা বন্ধু ভাবুক বেশি হোঁচট খেয়ে পুলটায়
অন্ধকারে আকাশ পাড়ে চাঁদকে ধরে উল্টায়।
আরো একটা বন্ধু আমার জীবন দিল কবিতায়
তারা গুণে হিসাব লেখে রক্ত রাঙা সবিতায়
অন্য একটা বন্ধু আমার চলে গেল মদীনায়
বালুর মধ্যে সাঁতার দিয়ে কাটায় সময় নদী-নায়।
সকল বন্ধুই বলছে কথা সকাল কিংবা সন্ধ্যায়
মিথ্যা কিছু দেই ভাসিয়ে মরা নদী পদ্মায়।
বলার কী আছে
বলার কী আর শেষ আছে রে
সিতু নামের পোলাটা
এমন বাঁদর খায় সে চাদর
আলমিরাতে তোলাটা।
অষ্ট প্রহর কষ্ট পাবে
নিজের সোদর দোলাটা
নিজেরে খুব রাখবে ভালো
পরের জন্য ঘোলাটা।
পড়ার দিকে মন দেবে না
তার নিয়তি ভোলাটা
সকাল হলেই করছে তালাশ
রাখছে কোথায় ছোলাটা।