ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নদী নিয়ে শিশুদের ভাবনা

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
নদী নিয়ে শিশুদের ভাবনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে জাতীয় নদী মেলা। এ উপলক্ষে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ছবি আঁকা উৎসব ‘শিশুরাজ্য’।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলতান বিদ্যা নিকেতনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীরা তুলি ছোঁয়ায় ফুটিয়ে তোলে নদী নিয়ে তাদের ভাবনার কথা। তুলি আর রং পেন্সিল দিয়ে কেউ এঁকেছে আঁকা-বাঁকা নদী, কেউ এঁকেছে নদী থেকে পানি নেওয়ার দৃশ্য।

আয়োজক সংস্থা দুর্যোগ ফোরামের সমন্বয়কারি সুমাইয়া আক্তার বলেন, আমাদের দেশের শিশুদের নদী সম্পর্কে ধারণাকে স্বচ্ছ করা এবং নদী প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্যই এই আয়োজন করা হয়েছে। এটি কোন প্রতিযোগিতা নয়। এখানে শিশুরা তাদের নিজের ইচ্ছে মতো মনের আনন্দে নদীর ছবি আঁকছে।

উল্লেখ্য ‘ছোট নদী ছোট নয়’ এই স্লোগানকে ধারণ করে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে তিন দিন ব্যাপি দ্বিতীয় জাতীয় নদী মেলা-১৪১৮। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং দুর্যোগ ফোরাম এই মেলার আয়োজন করা হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে নদীবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, পটগান, চলচ্চিত্র প্রদর্শনী, তথ্যচিত্র, গান, কবিতা পাঠ, মূকাভিনয় এবং আলোচনা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।