ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষাকাল | নবীর হোসাইন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বর্ষাকাল | নবীর হোসাইন

খরাশেষে ধরায় এলো
ছয়ঋতুর এক বর্ষাকাল
জলথৈথৈ ভরছে পুকুর
নদী-নালা সাগরখাল।
নীলাভ আকাশ মেঘে ভরা
পুবআকাশে সুয্যি কই
বানের জলে ভাসাই ভেলা
কদমকেয়ার গন্ধ লই।


জলকণাদের আবেশ মেখে
প্রাণফিরে পায় বৃক্ষকুল
বৃষ্টিজলে ডুব দিয়েছে
তলিয়ে গেছে সাঁকো-পুল।
টিনের চালে বৃষ্টি পড়ে
নানান সুর ও ছন্দে
আবেগীমন নেচে বেড়ায়
সকালদুপুর-সন্ধ্যে।


বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।