লেপের নীচে যাইতো
আজব কথা তাইতো
বাঘের জন্য চিড়িয়াখানায়
কোনো সাবান নাইতো
তাইতো রে ভাই তাইতো।
আজব কথাই ভাইতো
পশু-পাখি সবাই যদি
দালান কোঠা চাইতো
আজব কথা তাইতো।
চাতক পাখি একটু যদি
নদীর পানি খাইতো
সব গাধারা মিলে মিশে
সারেগামা গাইতো।
সবাই মজা পাইতো
শেষের লাইন শুরুর পরে
লেপের নীচে যাইতো।
অভিমানের মানে
ময়না পাখি ঝিম ধরেছে
কী কারণে মান করেছে
বুঝতে গেলাম আমি
বাহাদুরের আদর বেশি
অমন কেন প্রতিবেশি
হঠাৎ গেলাম থামি।
একটু আদর কম হয়েছে
একটু আদর কম
এই কারণে ময়না পাখি
চিনছে না একদম।
খাওয়া দাওয়া বন্ধ করে
ঝিম ঝিমানি ঝিম
খায় না আদর খায় না সোহাগ
খায় না আইক্রিম।
বাহাদুরকে দেই পাঠিয়ে
অন্যকোনো খানে
ঠিক তখনি বুঝতে পারি
অভিমানের মানে।