ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

মিলেমিশে | আরিফুন নেছা সুখী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, সেপ্টেম্বর ২০, ২০১৬
মিলেমিশে | আরিফুন নেছা সুখী

এক বলে দুইরে
চলো যায় শুইরে

দুই বলে তিনরে
কত ধিনধিনরে!

তিন বলে চাররে
কত চাস আররে?

চার বলে পাঁচরে
ঘর গিয়ে বাঁচরে

পাঁচ বলে ছয়রে
মনে যে ভয়রে

ছয় বলে সাতরে
চল আসি সাঁতরে

সাত বলে আটরে
কোথায় সে ঘাটরে!

আট বলে নয়রে
ও নাই নাই নাইরে

নয় বলে দশরে 
দূরে-যে বসরে

দশ বলে নয়রে
ও কথা কসরে

তার চেয়ে সব মিলে
পাশাপাশি বসরে...

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।