ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বন্ধু ভূত | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
বন্ধু ভূত | রেবেকা ইসলাম

ভূতটা নাকি ভীষণ ভালো মোটেও নয় পাজি
সন্ধ্যে হলেই খেতে বসে আমড়াপাতা ভাজি।
সারাটাদিন ঘুরে ঘুরে আমড়াপাতা কুড়োয়
বিকেলবেলা তাওয়ায় ভেজে ওঠে গাছের চূড়োয়।

কচকচিয়ে পাতা গিলে খলখলিয়ে হাসে
পূর্বপুরুষ মানুষকে সে ভীষণ ভালোবাসে।
দেখায় না ভয় কাউকে ও যে মানুষজাতির ভক্ত
আমড়াপাতা চিবিয়ে ওর পেরোয় রাতের অক্ত।

নাকি সুরে ধরে না গান, বাঁদরামি নেই চক্ষে
ভেংচি কাটা, ভেচকি মারা এসবের বিপক্ষে।
বুক ফুলিয়ে বলে বেড়ায় মানুষ ও ভূত ভাই ভাই
দ্বিমত পোষণ করে যে ভূত তাকে বলে 'বাই বাই'।

বাংলাদেশ সময়: সেপ্টেম্বর ২০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।