ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

একুশ আসে ফিরে ফিরে | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, ফেব্রুয়ারি ২০, ২০১৭
একুশ আসে ফিরে ফিরে | আহমেদ রব্বানী একুশ আসে ফিরে ফিরে

একুশ আমার দুঃখীনি মায়ের
করুণ হাহাকার
একুশ আমার ভাইয়ের রক্তে
রাঙানো পোস্টার।

একুশ আমার নয়নমণি
বোনের চোখে জল
একুশ আসে ফিবছর
অশ্রু ছলছল।
একুশ আমার বাবার শাসন
মায়ের সোহাগ আদর
একুশ আমার গল্পদাদুর
গল্পকথার আসর।


একুশ আমার মায়ের মুখে
প্রথম শেখা বুলি
আমার ভাইয়ের ভালোবাসা
কখনো না ভুলি।
একুশ দিল শক্তি-সাহস
ন্যায়ের পথে চলি
একুশ আসে ফিরে ফিরে
বাংলায় কথা বলি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।