না শুনতেই পারো, কারণ এই নামটা একেবারেই নতুন। আচ্ছা বলো তো, কী হতে পারে বিগ বেন্ড?
বিগ বেন্ড হচ্ছে একটা আকাশছোঁয়া ভবন।
নকশা অনুযায়ী বিগ বেন্ড হবে ৪ হাজার ফুট উঁচু। আর যদি তা হয়, তাহলে এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭শ ২২ ফুট।
বিগ বেন্ড-এর যে নকশা করা হয়েছে, তাতে ভবনটি অনেক উপরে উঠে আবার বাঁকা হয়ে ইউ টার্ন নিয়ে নিচে নেমে আসবে। ফলে একটা উল্টো ‘ইউ’-আকৃতি তৈরি হবে। এটা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে চলেছে তাই নয়, এর নকশাও খুব নান্দনিক।
ভবনের নকশা করেছে ওইও স্টুডিও নামক একটি প্রতিষ্ঠান। এ প্রজেক্টের ডিজাইনার আইওয়ানিস ওইকোনোমোউ-এর মাথায় এমন একটা নকশার কথা এলো কীভাবে?
আসলে সম্প্রতি ওইও স্টুডিও এমন একটা লিফটের নকশা তৈরি করেছে, যেটা শুধু উপরেই ওঠে না, বাঁকানো পথেও চলতে পারে। আর সেখান থেকেই ওইকোনোমোউ-এর মাথায় বুদ্ধি আসে এরকম একটা বাঁকানো ভবনের নকশা করার।
বিগ বেন্ড-এ যে লিফট ব্যবহৃত হবে, সেটা লিফট সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে দেবে। এই লিফটটি শুধু উপরেই উঠবে না, এটা বাঁকানো পথে, লুপের মধ্যদিয়ে এবং ডানে-বামেও চলতে পারবে।
দারুণ ব্যাপার না?
তবে বিগ বেন্ড কিন্তু এখনও একটা স্বপ্ন। এর নির্মাণকাজ এখনও শুরু হয়নি। পুরো বিশ্ব এখন চোখ ধাঁধানো এই নান্দনিক ভবন নির্মাণের অপেক্ষায়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৭
এএ