ছেলেরা হ্রদের ওপর দিয়ে নৌকা বেয়ে জ্যাক সচরাচর যেখানে নামে সেখানটাতে আসে। হ্রদের পাশে একটা গোপনীয় জায়গা, যেখানে জলের ওপর গাছের সারি নুয়ে পড়েছে।
ওখানে ওই ছাউনিটা দেখতে পাচ্ছ, মাইক? নিচু স্বরে, জ্যাক জানতে চায়। বুঝলে, ওখানে কিছু দড়ি আছে। আমার গরুটা খোঁজার ফাঁকে তুমি গিয়ে দড়ি নিয়ে এসো। দরজার পাশেই কোনার দিকে দড়ি পাবে।
মাইক অন্ধকার মাঠের ওপর দিয়ে টলতে টলতে কোনার পড়পড় ছাউনির দিকে এগিয়ে যায়। জ্যাক অদ্ভুত একটা কিচিরমিচির শব্দ করতে করতে গরুগুলোর কাছে যায়। প্রকাণ্ড একটা বাদামি আর সাদা গাভী অন্যদের পাশ কাটিয়ে কর্কশ স্বরে চেঁচিয়ে জ্যাকের দিকে এগিয়ে আসে।
জ্যাক কৌতূহলে একটা দিয়াশলাই কাঠি জ্বালায় এবং ওর দিকে তাকায়। এটাই ডেইজি, গাভীটাকে সে বাছুর থেকে পেলে পুষে বড় করে তুলেছে। সে ওটার তুলতুলে নাকটা ঘষে এবং মাইককে ডাকে:
‘তাড়াতাড়ি দড়ি নিয়ে এসো! আমি গরুটা পেয়েছি। ’
মাইক ছাউনির ভেতর ঢুকে দড়ি হাতড়াতে থাকে এবং বিশাল একটা দড়ির কুণ্ডলি পেয়ে যায়। সে মাঠের ওপর দিয়ে টলতে টলতে জ্যাকের কাছে এগিয়ে আসে।
চলবে....
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
এএ