মাঠের পাশে কলকলিয়ে বইতো সরু খাল
টেংরা পুঁটির শত্রু ছিলো বড়শি এবং জাল।
মাঠে যেতাম খালি পায়ে আহা কী সেই সুখ
বট গাছেরই ভূতের কথায় কাঁপতো ভয়ে বুক।
সন্ধ্যা এলে মাঠের মায়া টানতো কাছে খুব
দুপুর বেলা ব্যস্ত খালে দিতাম কতো ডুব।
কিশোর বেলা মাঠটি ছিলো বন্ধু প্রিয় তাই
এই বেলাতেও মধুর স্মৃতিচারণ করে যাই।
মাঠটি এখন নেইতো মাঠ আর দালানকোঠা ঘর
চোখের দেখায় আবাল স্মৃতি হয়েই গেলো পর।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এএ