হাওরাঞ্চলের মানুষ এখন কেঁদে ভাসায় বুক
অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে শুকিয়ে গেছে মুখ।
তলিয়ে গেছে ‘পাগনার’ হাওরের অবশিষ্টাংশ
নিশ্চিহ্ন হয়ে গেছে মাছ ও হাঁসের বংশ।
টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢল
সুনমগঞ্জবাসীর গড়া স্বপ্ন করছে টলমল।
মৌলভীবাজার কিশোরগঞ্জ হবিগঞ্জে যান না
নেত্রকোনায়ও শোনা যাবে হাওরবাসীর কান্না।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান নিশ্চিত করুন ত্রাণ
সবাই মিলে বাঁচাতে পারি বানভাসীদের প্রাণ।
ষড়যন্ত্রের সব কথা ভুলে পানি করুন শুদ্ধ
সকল জীবের প্রাণ বাঁচাতে হোক না শুরু যুদ্ধ।
সুনামগঞ্জের হাওরে এখন মাছ ধারায় বাধা নেই
‘কারেন্ট’ কিংবা ‘বেহুন্দী’ কোনো জাল ফাঁদা নেই।
বাঁধ বেঁধে দাও বাঁধ বেঁধে দাও পানি করো বন্ধ
হাওরবাসীর জীবনে আবার আসুক ফিরে ছন্দ।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘন্টা, মে ০২, ২০১৭
এএ