টনটনে দুপুরে
টাক ফাটা রোদ্দুরে
ফাটে যেন টাক তার,
যেন কেউ বাংলাতে
পারবে না সামলাতে,
পথ খোঁজে পালাবার।
পথে এক গাছ পেয়ে
বসে এক পান খেয়ে
শুয়ে পরে টানটান,
চান্দিতে নেই চুল
কুকুরের কী বা ভুল
চেটে দিল টাকখান।
সে তো নয় সোজা এত
ছোটাছুটি অবিরত
হবে না কি কোন পথ!
ঘামে জামা লেপটায়
শেষে হয়ে নিরুপায়
রেগে করে কৎকৎ।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএ