কিন্তু ডেঙ্গু নয় তা মোটেও
বাড়লে জ্বর তিন চারও
মাথাব্যথা, চোখ জ্বালা আর
সঙ্গে কাশি কারও।
লাল দানা গায় উঠতে পারে
উঠবে গিরা ফুলেও
এডিস মশার ধারের কাছে
কেউ যেও না ভুলেও।
এডিস মশার বিস্তারে হায়
নানান রোগে ভোগী
পূর্ণ বিশ্রাম দিতে হবে
তবেই সুস্থ রোগী।
প্রতিষেধক নেই কোনো এর
হয়নি আজও তৈরি
প্রতিরোধই বাঁচার উপায়
এডিস মশা বৈরী।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এএ