জল টল টল নামে কী ঢল স্রোত চঞ্চল নদীর
পায় খুঁজে বল
ঢেউ কল কল
সামনে উদার প্রাণপণে তার ছুটে চলা অধীর।
টিনের চালে গাছের ডালে বিষ্টি থোকা থোকা
ভিজে দাদুর ছাতা
ছিঁড়ে খাতার পাতা
থই থই থই উঠোন-জলে নৌকা ভাসায় খোকা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এএ
।