সামান্য যে সম্বলটুকু
তাও নিয়েছে বানের জলে,
কর্মবিহীন খুঁটছে মাথা
দুশ্চিন্তার পদতলে।
কী খাবে, তা কোথায় পাবে
ভাবনা ছোটে বিরতিহীন,
নিশ্চয়তার পায় না ছায়া
দুশ্চিন্তায় কাটে যে দিন।
দিনের শেষে ক্লান্ত শরীর
যে আসনে পেতে দেবে
সে মাটি আজ পর করেছে
কে আছে তার কোলে নেবে?
বানবাহী জল এতই নিঠুর
সে বোঝে না দুঃখ-ব্যথা,
সবকিছু সে নেয় ভাসিয়ে
একটুও তার নেই মমতা।
বৃষ্টি নাচন
বৃষ্টি নাচে টাপুর-টুপুর
সকাল সন্ধ্যা রাত্রি দুপুর
ভরছে গাঁয়ের পদ্মপুকুর।
পুকুর পাড়ে কদম গাছ
ফুটতে ফুলের নেইকো লাজ
পুকুর-জলে খেলছে মাছ।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ