বর্ষা এলে কিশোর বেলায়
যাই হারিয়ে আবার,
হাঁটু জলে দল বেঁধে সব
গা ভেজাতাম সবার।
পুকুর-নদী ডোবা-নালায়
জল থৈ থৈ খেলা,
এক নিমিষে যাই হারিয়ে
ভাসিয়ে মনের ভেলা।
আকাশ জুড়ে মেঘের সারি
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
কোলাব্যাঙের ডাক শুনে ঐ
মন ছুটে যায় খুকুর।
পদ্ম ফোটা-শাপলা ফোটা
চির সবুজ দেশ,
এমন দেশের রূপটি ফোটে
বর্ষাকালেই বেশ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ