প্রাণী হলেই কানে শোনে
রাখে দেহের ভার
কানের আছে বিশাল জগত
শব্দ জুড়ে তার।
মাথার বাইরে কান থাকে যার
জন্মে তাদের বাচ্চা
থাকলে ভিতর ডিম পাড়ে সে
বুঝলে বলো আচ্ছা।
যাদের মাথায় কান লুকানো
খাদ্য তারা গেলে
বাইরে যাদের কান ঝুলানো
চিবায় তারা পেলে।
কানের গুণে প্রাণিজগত
দুই ভাগে হয় ভাগ
কান ধরে কেউ টানলে তবু
হয় যে মনে রাগ।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এএ