শরৎকালের শুভ্রনীলে
মনটাকে হাঁকাও বেশি!
হারিয়ে দাও মনটাকে
নীল আকাশ আর স্নিগ্ধ বায়ে,
মাটি ছোঁয়া কাশবনে,
সবুজ কচি ঘাস বনে!
২.
শরতের রোদ
ঝলমল,
বৃষ্টির পানি
টলমল!
শরতের নীল আকাশ
চকচক,
মেঘের লুকোচুরি
ছলছল।
শরতের কাশফুল
তুলতুল,
ছোট্ট নদী বয়
কুলকুল!
৩.
ভাদরের রোদে
করে কিটকিট,
পাকায় তাল!
ভাদরের বৃষ্টি
করে অনাসৃষ্টি,
ফোটায় টগর মল্লিকা!
ভাদরের ঘোলা স্রোত
অপরূপ সৃষ্টি!
বাড়ায় ইলশে গুঁড়ি!
শরতের রাতে
খোকা স্বপ্ন দ্যাখে,
শিউলি ঝরে
আপন মনে!
শরতের নদী
চলে আঁকাবাঁকা,
মাঝি চালায় নৌকা
পাল তুলে!
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এএ