ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোট হয়ে আসছে চাঁদ মামা!

হাসিবুল হাসান আশিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
ছোট হয়ে আসছে চাঁদ মামা!

ছোট হয়ে আসছে তোমাদের চাঁদ মামা। বিজ্ঞানীদের আশঙ্কা, চাঁদ মামা ছোট হতে হতে একসময় হারিয়েও যেতে পারে।

অথচ খুব ছোট্টবেলায় চাঁদ মামার গল্প আর ঘুমপাড়ানিয়া গান না শুনে ঘুম আসতো না তোমাদের।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা নানারকম পরীক্ষা-নিরীক্ষা আর মাপজোক করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই নাকি চাঁদের আয়তনে এই পরিবর্তন ঘটছে। তবে সাম্প্রতিক সময়ে এই পরিবর্তনের গতি কিছুটা বেড়ে গেছে৷ আসলে জন্মের পর থেকেই চাঁদের তাপমাত্রা কমছে। শীতকালে চাঁদের আকার সংকুচিত হয়ে যায়৷

বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, আজ থেকে কোটি কোটি বছর আগে চাঁদের এই পরিবর্তন বন্ধ হয়েছিলো। কিন্তু আসলে সেই পরিবর্তন এখনো ঘটে চলেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।