ছোট হয়ে আসছে তোমাদের চাঁদ মামা। বিজ্ঞানীদের আশঙ্কা, চাঁদ মামা ছোট হতে হতে একসময় হারিয়েও যেতে পারে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা নানারকম পরীক্ষা-নিরীক্ষা আর মাপজোক করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই নাকি চাঁদের আয়তনে এই পরিবর্তন ঘটছে। তবে সাম্প্রতিক সময়ে এই পরিবর্তনের গতি কিছুটা বেড়ে গেছে৷ আসলে জন্মের পর থেকেই চাঁদের তাপমাত্রা কমছে। শীতকালে চাঁদের আকার সংকুচিত হয়ে যায়৷
বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, আজ থেকে কোটি কোটি বছর আগে চাঁদের এই পরিবর্তন বন্ধ হয়েছিলো। কিন্তু আসলে সেই পরিবর্তন এখনো ঘটে চলেছে।