এ বছর পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস শাখায় আবুল কালাম আজাদ, কিশোর উপন্যাস শাখায় শামস সাইদ, গল্প শাখায় স্নিগ্ধা আফসানা রোশনী, ছড়া শাখায় আহমাদ স্বাধীন এবং প্রবন্ধ/জীবনী শাখায় সৈয়দা আঁখি হক।
শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার দিতে শিশু-কিশোর উপযোগী মৌলিক পাণ্ডুলিপি আহ্বান করেছিল বাবুই।
বাবুই-এর স্বত্বাধিকারী কাদের বাবু জানান, নির্বাচিত পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে আগামী বছরের একুশে বইমেলায়। বই প্রকাশের পর অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এএসআর