ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু আনন্দমেলায় শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১১
শিশু আনন্দমেলায় শিশুরা

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু আনন্দমেলার শেষ পর্বে শুক্রবার উৎসবে মেতে ওঠে শিশুরা।

শহরের বন্দী জীবনের হাত থেকে কিছু সময়ের জন্য মুক্তি পাওয়া এসব শিশু হৈ- হুল্লোড়ে মাতিয়ে তোলে জাতীয় প্রেসক্লাব চত্বর।

শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে এনে দেয় ভিন্ন মাত্রা।

দু’দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

এদিন শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং মজার মজার সব পুরস্কারের পাশাপাশি তাদের জন্য ম্যাজিক শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ক্লোজ আপ ওয়ান তারকা বিউটির পাশাপাশি শিশুরাও সমান তালে নেচে গেয়ে মাতিয়ে রাখে দিনভর। ’

শিশু আনন্দমেলা নাম দেওয়া হলেও এতে মায়েদের জন্য পিলো পাসিং (বালিশ খেলা) খেলা সংযোজন করা হয়। আর এই খেলা উৎসবকে শিশুদের ফ্রেম থেকে ছাড়িয়ে ভিন্ন মাত্রায় রাঙিয়ে তোলে।

মায়েরাও যেন তাদের ক্রান্তি ভূলে মেতে ওঠেন হৈ-চৈ এ। তারাও ফিরে যান ফেলে আসা শৈশবে।

এদিন সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শিশুদের এ আনন্দমেলার।

আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু আনন্দমেলার প্রথম পর্বের অনুষ্ঠান গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

এসব প্রতিযোগিতায় প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের শিশু সন্তানরা অংশ নেয়।

শিশু আনন্দমেলায় চিত্রাঙ্কন, আবৃতি, সঙ্গীত, যেমন খুশি তেমন সাজো, শ্যুটিং, লুডু, দৌড়, অংক দৌড়, বি¯ু‹ট দৌড়সহ নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় একক, দলীয় ও নৃত্য পরিবেশন এছাড়া যাদুশিল্পী উলফাত কবীর যাদু দেখিয়ে শিশুদের মন কেড়ে নেন।

প্রেস ক্লাবের শিশু শিক্ষা কার্যক্রমের শিশুরা এতে কোরাস গান পরিবেশন করে।

এ শিশু মেলাকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবকে রং বেরঙের বেলুন এবং ফুল দিয়ে বর্ণিল করে সাজানো হয়।

প্রেসক্লাব সভাপতি ঘোষণা দেন প্রতি বছর প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে শিশুদের জন্য আয়োজন করা হয়ে থাকে। বিগত ৩ বছর ধরে দেশের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তাদের সহযোগিতার হাত প্রসারিত করে। একে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। আমরা তাদের এ সহযোগিতা কৃজ্ঞতার সাথে স্মরণ করি।

প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান প্রেসক্লাবে তার সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিলে অনুষ্ঠান স্থলে করতালির রোল পড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।