শিশির পড়ে
দুর্বা-ঘাসে,
মনে হয় যেন
মুক্তা হাসে!
ঘাসের ডগায়
মুক্তার ফুল,
দুলছে যেন
কানের দুল!
হেমন্তের সকাল
বাতাস ঠান্ডা
মিষ্টি রোদ,
ছড়ায় সোনা
সকাল আলো!
শিশির জমে
ভোরের বেলা
সকালে যেন
মুক্তো দানা!
হেমন্তকালে
বিলের ধারে
চিলের বাসা
গাঙশালিকে
করে খেলা।
নড়ছে শিম
দুলছে লাউ,
থির থিরানো
উত্তর বায়!
মৌমাছি ছোটে
সেথায় হেথায়,
টুনটুনি দোলে
কচি লতায়!
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএ