ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেষ হল শিশু অধিকার সপ্তাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
শেষ হল শিশু অধিকার সপ্তাহ

ঢাকা: মঙ্গলবার শেষ হলো শিশু অধিকার সপ্তাহ। গত ৩ অক্টোবর থেকে এই সপ্তাহ শুরু হয়।

শিশু একাডেমির উদ্যোগে প্রতিবছর `বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ` পালিত হচ্ছে।

দিবসটি পালনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। আর এসব কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ছিল শিশু সমাবেশ।

গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১১’ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণাণয়ের সচিব তারিক-উল-ইসলাম। বাংলাদেশ শিশু একাডেমির  চেয়ারম্যান মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তারিক-উল-ইসলাম বলেন,  সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১১-এর সব কর্মসূচি সফল হয়েছে। আগামীতে আমরা আরও আয়োজনের মাধ্যমে দেশব্যাপি শিশু অধিকার সপ্তাহ
পালন করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে যে কোন ভালো উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে। সরকার দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিল গঠনে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার  কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

সরকারের নানা পদক্ষেপ  নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর নিউরো ডেভলপমেন্ট এ্যান্ড অটিজম চালু করা করেছে। এছাড়া নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে দরিদ্র শিশু, নারী, অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা  দেওয়া হবে।

মুস্তাফা মনোয়ার বলেন, আমি আশা করি যে আমাদের শিশুরা তথ্য-প্রযুক্তির এই যুগে বিশ্বকে নেতৃত্ব দেবে। কারণ আমাদের শিশুরা জন্মগত অনেক মেধাবী। তাদের এ মেধাকে পরিচর্যা করে শানিত করতে হবে।

শিশুদের আধুনিক প্রযুক্তির সকল সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদ বলেন, শিশু একাডেমি শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা শিশুদের মধ্যে কোন বৈষম্যে বিশ্বাসী নই। আর দশটি শিশুর মতো প্রতিবন্ধী শিশুরাও আমাদের আপনজন। বিশেষ ধরনের এইসব শিশুরাও মানুষের মতো মানুষ হলে দেশ ও পরিবারের জন্য কাজ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।