যেমন ধরো আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
মাঝখানে তার লক্ষ-কোটি জোনাক-তারার মেলা।
কিংবা ধরো নীলাকাশে উড়ছে পরী কিছু
ঘুরছি আমি হাওয়ায় ভেসে তাদের পিছু পিছু।
কখনওবা রংধনুটা হাতের মুঠোয় ধরে
সাতটি রঙে নিজকে রাঙাই মনের মতো করে।
চাঁদের বুড়ির গল্প শুনি চাঁদের দেশে গিয়ে
কেমন করে কাটছে সুতো চরকাটাকে দিয়ে।
মা যতবার কাছে এসে হাতটি রাখে মাথায়
যাই ভুলে সব; সেই ছবিটাই ভাসে স্মৃতির পাতায়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এএ