ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আমি যখন একলা ঘুমাই | সঞ্জয় সরকার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মার্চ ১৫, ২০১৮
আমি যখন একলা ঘুমাই | সঞ্জয় সরকার প্রতীকী ছবি

আমি যখন একলা ঘুমাই মা থাকে না পাশে
নানা রঙের হাজার ছবি দুই চোখেতে ভাসে।

যেমন ধরো আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
মাঝখানে তার লক্ষ-কোটি জোনাক-তারার মেলা।

কিংবা ধরো নীলাকাশে উড়ছে পরী কিছু
ঘুরছি আমি হাওয়ায় ভেসে তাদের পিছু পিছু।

কখনওবা রংধনুটা হাতের মুঠোয় ধরে
সাতটি রঙে নিজকে রাঙাই মনের মতো করে।

চাঁদের বুড়ির গল্প শুনি চাঁদের দেশে গিয়ে
কেমন করে কাটছে সুতো চরকাটাকে দিয়ে।

মা যতবার কাছে এসে হাতটি রাখে মাথায়
যাই ভুলে সব; সেই ছবিটাই ভাসে স্মৃতির পাতায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।