ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তোমায় খুঁজি | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ৮, ২০১৮
তোমায় খুঁজি | বাসুদেব খাস্তগীর ছেলেবেলার রবীন্দ্রনাথ ঠাকুর

সুখ ফাগুনে ছড়াও আলো
সুর গান আর কবিতায়
নও নশ্বর, হে অবিনশ্বর
কথা বলে ছবিটাই।

সংকট এসে সামনে যখন
ঠাঁই রয় শুধু দাঁড়িয়ে
তোমার বাণী বাঁচতে শেখায়
তুমি দাও হাত বাড়িয়ে।
দুঃখের নিশীতে মু্ক্তির গানে
তুমি আছো বন্ধনে
রবি ঠাকুর কাননের ফুল
নন্দিত সেই নন্দনে।


কবিতা গান উপন্যাস আর
গল্প কিংবা নাটকে
তোমায় খুঁজে কী এক মোহে
অনুরাগী পাঠকে।
সকল মুক্তির চিন্তা দর্শন
কোথা বলো তুমি নেই? 
রবিহীন যেনো পায়ের নিচে
বাঁচবার কোনো ভূমি নেই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।