উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামে সবুজ রঙের তন্তু রঞ্জক কণা রয়েছে। সূর্য কিরণের সংস্পর্শে এসে এই সবুজ কণাগুলি পানি কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন ও শর্করায় রূপান্তর করে।
এই অক্সিজেন বাতাসে ছড়িয়ে যায় এবং শর্করা গাছের খাদ্য হিসেবে থেকে যায়। এভাবেই পাতারা সালোক-সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুতের জন্য সূর্যালোকের দিকে ধাবিত হয়।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএ