ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের অনুগল্প

হারকিউলিস ও মালগাড়ির চালক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
হারকিউলিস ও মালগাড়ির চালক হারকিউলিস ও মালগাড়ির চালক

একদিন এক মালগাড়ির চালক তার গাড়ি নিয়ে অনেক দূরে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ তার গাড়ির চাকা আটকে গেলো গর্তের মধ্যে। এরপর স্তব্ধ হয়ে গেলেন চালক। কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। 

মালগাড়ির দিকে চেয়ে রইলেন আর কিছুই করতে পারছিলেন না। শুধু উঁচু গলায় কান্না করছিলেন।

কান্নায় তিনি হারকিউলিসকে ডাকতে শুরু করলেন।  

বলতে লাগলেন- হারকিউলিস। এসো আমাকে সাহায্য করো। মালগাড়ি চালকের এমন কান্না দেখে হাজির হলো হারকিউলিস।  

তারপর হারকিউলিস মালগাড়ি চালককে বললো- তোমার কাঁধে চাকা দুটো তুলে নাও, প্রিয়।

এরপর গর্ত থেকে নিজেই চাকা তুললেন মালগাড়ি চালক।  

তখন হারকিউলিস বললো- তোমার ষাঁড়কে বিরক্ত করবে না। আর কখনোই আমার কাছে সাহায্য চাইবে না। যতক্ষণ না তুমি নিজে কাজটা করতে না পারো। নইলে তোমার প্রার্থনা বৃথাই হবে।  

শিক্ষণীয় বিষয়: আত্মনির্ভরতাই বড় গুণ

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮ 
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।