সে শিস দেওয়া শুরু করলো, ভেঁপুতে ফুও দিলো। কিন্তু কোনো কৌশলেই ঠিক কাজ হচ্ছিল না।
তখন রাখাল অন্য এক বুদ্ধি করলো। সে ছাগলের দিকে পাথর ছুড়ে মারা শুরু করলো। এতে ছাগলের শিং গেলো ভেঙে।
তখন রাখাল ছাগলের কাছে ক্ষমা চাইলো আর এ ঘটনা তার মালিককে না জানাতে অনুরোধ করলো।
প্রত্যুত্তরে ছাগল বললো- তুমি এতো মুর্খ কেনো? আমি নীরব থাকলেও আমার শিংই কথা বলবে।
শিক্ষণীয় বিষয়: যা লুকানো যায় না, তা লুকাতে যেও না।
অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএইচ/এএ