ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের বাড়ি চড়ে গাড়ি

মুহসীন মোসাদ্দেক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
চাঁদের বাড়ি চড়ে গাড়ি

বলে খোকা- চাঁদের বাড়ি
যাবে নাকি- চড়ে গাড়ি!
চাঁদের বুড়ি বাজিয়ে তুড়ি
ডাকছে নাকি ভীষণ করি!
হাসতে হাসতে মরি!

দিতে হবে ম্যানেজ করে
বলছে খোকা বায়না ধরে!
পাবো কোথায় এমন গাড়ি
যাবে নিয়ে চাঁদের বাড়ি!
এখন কী যে করি!

না পেয়ে কূল কানটা ধরি
হ্যাঁচকা টেনে ধমকে বলি-
চাঁদের বাড়ি চড়ে গাড়ি
যায় কি যাওয়া বলো!

কানের কাছে অহেতু তবে
বায়না কেন ধরো?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।