ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

রক্তেমাখা বর্ণ | আলাউদ্দিন হোসেন  

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, ফেব্রুয়ারি ২০, ২০২০
রক্তেমাখা বর্ণ | আলাউদ্দিন হোসেন  

রাজপথে মিছিল করে
মরেছে ভাষার জন্য 
রক্ত দিয়ে জীবন দিয়ে
এনেছে সোনার বর্ণ।

রক্তেমাখা সোনার বর্ণ
একুশে ফেব্রুয়ারি
ভাষাযুদ্ধে শহীদ হওয়া  
মিনার তাদের সারি।  

রক্তেমাখা সোনা বর্ণ 
করেছে যারা দান
জনম জনম মনে প্রাণে
গাইবো তাদের গান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।