ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২
নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল: শিশুদের চোখে আগামীর স্বপ্ন। শিশুরা হতে চায় আগামী দিনের সুনাগরিক।

শিশুদের মধ্য থেকেই বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের কাছে আরো বেশি পরিচিত হয়ে ওঠবে।

এই লক্ষ্য নিয়ে নড়ইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং সুলতান ফাউন্ডেশন।

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার বেলা ১১টায় শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ মাশহুদুল কবীর, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন প্রমূখ।

প্রতিযোগিতায় শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।