ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

স্বাধীনতা সত্য | সৈয়দ ইফতেখার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, মার্চ ২৫, ২০২১
স্বাধীনতা সত্য | সৈয়দ ইফতেখার

একটি স্বাধীনতার গল্প শোনাই চলো
বিকেলের সূর্যটা পড়েছে হেলে
একটি সংগ্রামের আজ সত্যটুকু বলি—
জানো, কী করে সোনার বাংলা পেলে?

একটি স্বাধীকারের আলোচনা করি
সন্ধ্যা ভেঙে পার হয়ে যাবে নিশা
একটি বাংলাদেশের জন্মের কথা বলি
নতুন কিরণে ঝকঝকে হয় দিশা।

একটি ন’মাসের প্রতিরোধ লিখি চলো
২৬শে মার্চ যার শুরু ছিল দেশে
মহান লাল সবুজের পতাকার হলো জয়
মুক্তিকামীর মুক্তি এলো বীর বেশে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।