ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চুরি গেছে

আল নাহিয়ান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২
চুরি গেছে

চুরি গেছে শরতের সাদা সাদা কাশ
চুরি গেছে সাদা মেঘ নীলচে আকাশ
চুরি গেছে হেমন্ত, পাকা পাকা ধান
চুরি গেছে নবান্ন - সুপুরী ও পান।

চুরি গেছে ঝরা পাতা শীতের ভাষা
চুরি গেছে পিঠে-পুলি, হিম কুয়াশা
চুরি গেছে বসন্ত - চুরি গেছে মন
চুরি গেছে পুস্পের কথোপকথন।



চুরি গেছে মিঠে রোদ - বর্ষার ঘোর
কালো মুখ মেঘবুবু অবলা বিজোড়!
চুরি গেছে ছয় ঋতু – উঠোনে সে ভীড়
আশাহত মেঠোপথ ফেটে চৌচির।

শিল্পের ধোঁয়া আর যন্ত্রের কল
সবুজের কারখানা করেছে বিকল
চুরি শুধু যায়নি তো কিশোরের মন
চুরি যাওয়া সবকিছু খোঁজে সে এখন ...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।