ঝিনাইদহে শুরু হয়েছে শিশুদের জীবন দক্ষতা কর্মশালা। সোমবার থেকে শুরু হওয়া ১৫ দিনের এই কর্মশালায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬০ জন শিশু অংশ নিচ্ছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ূব হোসেন রানা ইচ্ছেঘুড়িকে বলেন, শিশু অধিকার, জন্ম নিবন্ধন, জেন্ডার, পরিবর্তনের গল্প ও জীবন দতাসহ ১৫টি বিষয়ের উপর শিশুদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। প্রশিক্ষন নিয়ে শিশুরা তাদের অধিকার ও জীবন সম্পর্কে অনেক তথ্য জানতে ও বাস্তবে প্রয়োগ করতে পারবে।
আগামী ৪ অক্টোবর কর্মশালা শেষ হবে।
বাংলাদেশ স্থানীয় সময় : ১২১০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১০