ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিউইয়র্কে চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
নিউইয়র্কে চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

ঢাকা : আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন। এদিন জাতীয় শিশু দিবস।



বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউইয়র্ক অঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে।

শিশুরা জুনিয়র গ্রুপ (১০ বছর পর্যন্ত) এবং সিনিয়র গ্রুপের (১০ থেকে ১৮ বছর পর্যন্ত) মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

আগ্রহী শিশুদের ১৭ মার্চ সকাল দশটার মধ্যে নিউইয়র্ক বাংলাদেশ মিশন মিলনায়তনে উপস্থিত থাকতে হবে।

এছাড়া ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে বক্তব্যে অংশ নিতে আগ্রহী (বাংলা ও ইংরেজি ভাষায়) শিশুদের আগামী ১৪ মার্চের মধ্যে নাম জমা দিতে হবে।

প্রতিযোগিতায় বিষয়ে যোগাযোগের ঠিকানা: বাংলাদেশ স্থায়ী মিশন, ৮২০ (ইস্ট) ৪৩ ও ৪৪ নম্বর রাস্তার মাঝে, সেকেন্ড এভিনিউ, নিউইয়র্ক।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।