ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মাই ই-কিডস ক্যাম্প শুক্রবার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
মাই ই-কিডস ক্যাম্প শুক্রবার

ই-মিডিয়ার  উদ্যোগে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় শুক্রবার অনুষ্ঠিত হবে ‘মাই ই-কিডস ক্যাম্প-২০১২। ’

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিরপুর রোডের কলাবাগান মাঠে অনুষ্ঠিতব্য এই আয়োজনে শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও আনন্দ-বিনোদনের ব্যবস্থা।



সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শিশুরা শিক্ষা লাভ করবে আনন্দের সঙ্গে।   শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে জীবনের পরিপূর্ণ সফলতা সম্ভব হয় না। বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। যুগের চাহিদা মেটাতেই নতুন প্রজন্মকে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এলক্ষ্য নিয়েই মাই ই-কিডস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

বর্ণাঢ্য এ আয়োজনে থাকবে শোভাযাত্রা, আইটি মেলা, ইন্টারনেট জোন, গেমস্ কর্নার, ডিজিটাল আর্ট, রচনা, কম্পিউটার গেমস, সঙ্গীত, আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দেশের ক্লোজআপ তারকা এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ সংগীত পরিবেশন করবেন।

প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকবে পাপেট শো, টয় ট্রেইন, বাউন্সি বল, স্ট্রিট ম্যাজিকসহ নানা আয়োজন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে একজনকে ‘সেরা সুপার কিডস-২০১২’ হিসেবে নির্বাচিত করা হবে। তার জন্য পুরষ্কার হিসেবে থাকবে ল্যাপটপ।

আগ্রহী অংশগ্রহণকারীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত ৮১৫৭৫১৬, ৮৯৬২০০৮, ০১৭১৩৪৯৩২৬৪, ০১৭১৩৪৯৩১৪৪ নম্বরে ফোন করে অথবা অনলাইনে www.dis.edu.bd এবং www.emediaint.com ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবে।

বাংলাদেশ সময় : ১২১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।