ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দেশের ৭৪ ভাগ শিক্ষক শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করেন

আল নাহিয়ান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
দেশের ৭৪ ভাগ শিক্ষক শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করেন

ঢাকা: দেশের ৭৪ ভাগ শিক্ষক শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার করেন। একইসঙ্গে তাদের অনেকে মোবাইলে ছাত্রীদের ছবি ও ভিডিও সংগ্রহ করেন।



রোববার এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে উপস্থাপিত এক জরিপে এ ভয়ানক  তথ্য জানানো হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জরিপ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রেণীকক্ষে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। ’

তিনি আরও বলেন, ‘চাইল্ড পার্লামেন্ট গঠন ও এ অধিবেশন আয়োজন শিশু অধিকার আন্দোলনকে আরও জোরদার করবে। ’

‘শিক্ষা ও সুশাসন’ শীর্ষক এ অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের শিশু প্রতিনিধি সুলতা সেলিম নিশি। এতে দেশের ৬৪টি জেলার ৬৪ জন প্রতিনিধি ছাড়াও ১৬ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।

অধিবেশনে শিশু শিক্ষা ও সুশাসনে বিরাজমান অবস্থা নিয়ে দেশের ৬৪টি জেলায় শিশুদের পরিচালিত জরিপের ফলাফলের ওপর বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ২০০২ সালের মে মাসে শিশুদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর ‘টাঙ্গাইল জেলা শিশু পরিষদ’ জাতিসংঘ বিশেষ অধিবেশন-এর সঙ্গে সম্পর্কিত  একটি ছায়া অধিবেশন আয়োজন করে। এর মধ্য দিয়েই বাংলাদেশে জন্ম নেয় চাইল্ড পার্লামেন্ট।

বাংলাদেশ সময় : ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।