ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

মরুর বুকে বুকভরা নিঃশ্বাস

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মরুর বুকে বুকভরা নিঃশ্বাস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াফরা (কুয়েত) থেকে: মরুভূমির জীবনে একটু সবুজের ছোঁয়া যে কতোটা প্রয়োজন তা বোঝা গেলো কুয়েতের সৌদি সীমান্তবর্তী শহর ওয়াফরাতে।

দলবেঁধে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ আসছেন এখানে।

এখানে আসতে দীর্ঘ মরুভূমির পথ পেরিয়েই তবে দেখা মেলে সবুজের। পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় মনটাকে ‘সবুজ’ করে ফিরছেন নিজ গন্তব্যে।

এটাই সেখানকার নিয়মিত দৃশ্য।

যেখানে রুক্ষ,ধূসর মরুভূমি সবুজে ঢেকে দিয়েছেন বাংলাদেশিরা। বহু বাংলাদেশি সেখানে কাজ করছেন কৃষি শ্রমিক হিসেবে।

গ্রিন হাউজের মতো ঘর তৈরি করে মরুভূমির বুকে ফসলের এই হাসি ফুটে উঠছে বাংলাদেশিদের শ্রম আর ঘামে।

বেতন খুব আহামরি না। শুরুতে ৬০ কুয়েতি দিনার। অর্থাৎ ১৫ হাজারের বেশি কম। কিন্তু খাটুনি অনেক। নিজেদের জীবনটাকেই রুক্ষ আর মরুভূমি করে তপ্ত বালুতে সবুজের ফুল ফোটান বাংলাদেশি শ্রমিকরা।

আর সেই সবুজের টানেই এখানে থাকা প্রবাসীরা ছুটে আসেন এখানে। সপ্তাহের ছুটির দিনে। সঙ্গে তাদের সহধর্মিনীসহ পরিবারের সদস্যরাও।

ফসলের খেত ছুঁয়ে সবুজের স্পর্শ নেবার পাশাপাশি মরুভূমিতে নেন বুকে ভরে নিঃশ্বাস। অনুভব করেন দেশের মাটির গন্ধ। চারদিকে সবুজ আর সবুজ দেখে মনে হয়,যেন মরুভূমি নয়,সুজলা সুফলা বাংলার বুকেই আছেন তারা।

ফেরার পথে গাড়ি বোঝাই করে নিয়ে যান টাটকা শাক সবজি।

সেখানেই দেখা মিললো কুমিল্লার নাসিমা মুখাই আলী আর চুয়াডাঙ্গার নাফিস জাহান জোয়ারদারের সাথে।

গাড়ি থেকে নেমেই তারা সরাসরি চলে গেলেন ফসলের ক্ষেতে। কেউ ব্যস্ত হলেন ক্যামেরা নিয়ে। সবুজের সাথে স্মৃতি ধরে রাখতে। কেউ বা ব্যস্ত ফসলের ক্ষেতে বিদায়ী অগ্রহায়ণের শিশির ছোঁয়ার স্পর্শ নিতে।

নাসিমা মুখাই আলী আর নাফিস জাহান জোয়ারদার দু’জনেই গৃহিনী।

নাসিমা মুখাই আলী বাংলানিউজকে জানান,যেন বাংলাদেশের নিঃশ্বাস নিচ্ছি। আশেপাশে বাংলাদেশি শ্রমিক,বাংলা ভাষা সেই সাথে সবুজে ঘেরা চারদিক। কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না।

নাফিস জাহান জোয়ারদার বাংলানিউজকে জানান,মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশে আছি। কচি লাউয়ের ডগা ছুঁয়ে অনুভব করি দেশের কথা। মাতৃভূমির কথা।

তিনি জানান,বাজার থেকে সবজি কেনা হয় নিয়মিত। তবে সরাসরি মরুভূমির মাঝে সবুজের উদ্যানে এসে টাটকা শাক সবজির সুবাস আর ভিন্ন ঘ্রাণ মনে দোলা দেয়। প্রফল্লতায় ভরে যায়। যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
জেডআর/ আরআই

** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!
** ফেসবুক বন্ধ, খুললো জুতা!
** লেট বিমান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ