ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

আবুল কালাম কুয়েতের নতুন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আবুল কালাম কুয়েতের নতুন রাষ্ট্রদূত

ঢাকা: আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, প্রখ্যাত ব্যবসায়ী আবুল কালাম একাধারে সমাজকর্মী ও একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বও।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সদস্য ছিলেন আবুল কালাম।

বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যক্তি জীবনে বিবাহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এস এম আবুল কালাম দুই মেয়ে ও এক ছেলের জনক।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেপি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ