ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

খন্দকার মাহবুব স্মরণে সুপ্রিম কোর্ট বারে শোক বই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
খন্দকার মাহবুব স্মরণে সুপ্রিম কোর্ট বারে শোক বই

ঢাকা: সদ্য প্রয়াত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের স্মরণে শোক বই উন্মোচন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে শোক বই উন্মোচন করেন সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

শোক বইতে সভাপতি লেখেন খন্দকার মাহবুব হোসেন স্যার ছিলেন আইন জগতের দিকপাল। এ উপমহাদেশের শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আইনবিদ ছিলেন তিনি। তার আইনি পেশায় এ দেশের রাষ্ট্র, আইনজীবীসহ বহু সাধারণ মানুষ উপকৃত হয়েছে। তার অবদান এ দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আল্লাহ তাকে যেন বেহেস্তবাসী করেন।  

সভাপতির পর শোক বইতে লেখেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। এরপর সাধারণ আইনজীবীরা শোক বইতে তাদের প্রিয় মানুষ খন্দকার মাহবুব হোসেন সম্পর্কে তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেন।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।  

খন্দকার মাহবুব হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস এ শোক বই উন্মোচনের উদ্যোগ গ্রহণ করে।   

আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।