ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাদুল্লাপুরে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
সাদুল্লাপুরে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হককে (৪০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

 

নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, নাজমুলের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাকে দুই বছরের সাজা দেন। এতে আত্মসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে নাজমুলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।